বাংলা বাংলা বাংলা
বর্ণনা বর্ণনা বর্ণনা বর্ণনা বর্ণনা
উদ্যোক্তার
পদবী, সেন্টার
ভেরিফাইড, October 29, 2025
আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের নিয়মিত ভেন্যু এবং চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজের আয়োজক চট্টগ্রাম দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রধান ক্রিকেট কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় দর্শকেরা প্রায়ই আন্তর্জাতিক ম্যাচ উপভোগের সুযোগ পেলেও, বন্দরনগরীর ক্রিকেট সংস্কৃতির প্রাণ থাকা আঞ্চলিক প্রতিযোগিতাগুলোর রেশ এখন অনেকটাই হারিয়ে গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ঢাকার বাইরে খুব কম জেলাই নিয়মিত ঘরোয়া লিগ চালু রাখতে পেরেছিল। কিন্তু আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, আফতাব আহমেদ, নাফীস ইকবাল, তামিম ইকবাল ও মুমিনুল হকের মতো তারকা ক্রিকেটারদের গড়ে তোলা চট্টগ্রাম ছিল এদিক থেকে ব্যতিক্রম। দশকের পর দশক ধরে শহরটি সফলভাবে নিজস্ব প্রিমিয়ার লিগ ও নিচের স্তরের প্রতিযোগিতা আয়োজন করে আসছিল নিরবচ্ছিন্নভাবে। তবে সেই ঐতিহ্য এখন থেমে গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চট্টগ্রামের ক্রিকেট কার্যত স্থবির হয়ে পড়েছে। এ বছর শহরের প্রিমিয়ার লিগ আয়োজন করা যায়নি। এমনকি দ্বিতীয় বিভাগ লিগ, যা রাজনৈতিক অস্থিরতার সময় মাঝপথে বন্ধ হয়েছিল, তাও এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু এখনো পুনরায় শুরু হয়নি।
যদিও এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার অংশগ্রহণে একটি আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেটি স্থানীয় খেলোয়াড়, আয়োজক ও সমর্থকদের ক্ষুধা মেটাতে পারেনি।
শহরের ক্রিকেট অঙ্গনের সঙ্গে যুক্তদের মতে, সাবেক জেলা প্রশাসক ও ক্লাব কর্মকর্তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন ক্রিকেট কার্যক্রম বন্ধের বড় কারণ। সরকার পরিবর্তনের পর জেলা ক্রীড়া সংস্থার পুরনো কমিটি বিলুপ্ত হওয়া এবং বর্তমান অ্যাড-হক কমিটির নিষ্ক্রিয়তাও পরিস্থিতিকে আরও জটিল করেছে।