বাংলা বাংলা বাংলা

বর্ণনা বর্ণনা বর্ণনা বর্ণনা বর্ণনা

মিরা
মিরা

পদবী, সেন্টার

ভেরিফাইড, October 29, 2025

তিন ম্যাচ সিরিজে দাপুটে পারফরম্যান্সে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শারজায় অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টাইগাররা আফগানদের ৬ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়। ম্যাচসেরা নির্বাচিত হন সাইফ হাসান এবং সিরিজসেরা হয়েছেন নাসুম আহমেদ, যিনি পুরো সিরিজে নিয়েছেন ৫ উইকেট।


দারুণ ব্যাটিংয়ে সাইফের ঝড়, সিরিজে বাংলাদেশের দাপট

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও ব্যাট-বলে আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে আফগানিস্তানকে ১৪৩ রানে থামায় টাইগার বোলাররা। এরপর ব্যাট হাতে আত্মবিশ্বাসী ইনিংস খেলেন সাইফ হাসান। তার ঝড়ো ৬৪ রানের অপরাজিত ইনিংসেই জয় পায় বাংলাদেশ।

জয়ের টার্গেট ছিল ১৪৪ রান। ওপেনার পারভেজ (১৪) দ্রুত আউট হলেও সাইফ ও তানজিদ দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। তানজিদ ৩৩ রানে বিদায় নিলেও সাইফ ব্যাটে ঝড় তুলে ম্যাচ শেষ করে আসেন। ৩৮ বলে ২ চার ও ৭ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে শেষ দিকে ৯ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন নুরুল হাসান সোহান।

মুজিবের জোড়া আঘাতেও টলেনি বাংলাদেশ

১৪তম ওভারে আফগান স্পিনার মুজিব উর রহমান টানা দুটি আঘাতে ফিরিয়ে দেন জাকের আলী (১০) ও শামীম হোসেনকে (০)। কিন্তু সাইফের দৃঢ় ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা।

আফগানদের বিপর্যয়, থামল ১৪৩ রানে

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ইনিংসের শুরুতেই বিপদে পড়ে। শরিফুল ইসলামের বলে ইব্রাহিম (৭) ফেরেন, এরপর নাসুম আহমেদের বলে গুরবাজ (১২) ও সাইফউদ্দিনের বলে তারাখিল (১১) আউট হলে পাওয়ার প্লেতেই তারা ৩৯ রানে তিন উইকেট হারায়।

সেদিকুল্লাহ অটল (২৮) ও রাসুলি (৩২) কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় আফগানরা। শেষ দিকে মুজিবের ২৩ রানের ইনিংসে ভর করে তারা ১৪৩ রানে থামে।

বাংলাদেশের পক্ষে সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন সেরা বোলার। তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ নেন দুটি করে উইকেট।

হোয়াইটওয়াশে ইতিহাস গড়ল বাংলাদেশ

এই জয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। তবে শারজার মাঠে এটি টাইগারদের প্রথম এমন অর্জন।

এর মাধ্যমে ২০১৫ সালের পর প্রথমবার মরুর বুকে কোনো দ্বিপক্ষীয় সিরিজে হারের স্বাদ পেল আফগানিস্তান, যারা এর আগে টানা ৯টি সিরিজ জিতে আসছিল।

বাংলাদেশ একাদশ:

জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।